December 23, 2024, 5:12 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

দায়িত্বে অবহেলা বাগেরহাটে প্রজনন খামারে ১৮ মহিষেরমৃত্যু।দৈনিক উত্তাল

বাগেরহাট প্রতিনিধি: 62 বার
আপডেট সময় : শুক্রবার, নভেম্বর ১, ২০২৪

দায়িত্বে অবহেলা
বাগেরহাটে প্রজনন খামারে ১৮ মহিষের
মৃত্যু, আরো ২ টি অসুস্থ্য
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দেশের একমাত্র সরকারী মহিষ প্রজনন ও
উন্নয়ন খামারে একদিনে ১৮ টি মহিষের রহস্যজনক মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষের দাবি করছে খাদ্যে বিষক্রিয়ার কারনে মহিষগুলোর মৃত্যু হতে
পারে। বৃহস্পতিবার দুপুরে খামারের মাঠ ও শেডে এই মহিষগুলোর মৃত
হয়। খামারে আরও ২টি মহিষ মুমূর্ষ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে এ
খামার কেন্দ্রীক অনিয়ম-দুর্নীতিতে আলোচিত খামার কর্তৃপক্ষের
দায়িত্ব অবহেলায় মহিষ গুলির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
খামার সংশ্লিষ্টরা জানান, প্রতিদিনের মত এদিন সকালে ঘাস
খাওয়ানোর জন্য খামার অভ্যন্তরে লেকের পুকুর সংলগ্ন মাঠে নেওয়া হয়
পূর্ন বয়স্ক মহিষগুলি। এখানেই দুপুরের আগ মুহুর্তে মহিষগুলো ছটফট
করতে শুরু করে। এক পর্যায়ে কয়েকটি মহিষ ওই খানেই মারা যায়। এ
অবস্থায় বাকী মহিষগুলি দ্রæত শেডে নিয়ে আসা হয়। বিকেল পর্যন্ত
১৮টি মহিষের মৃত্যু হয়েছে। আরও দুটি মহিষ মুমূর্ষ অবস্থায় রয়েছে
বলে জানিয়েছেন খামার কর্তৃপক্ষ। মহিষ প্রজনন খামারের কর্মী আক্তার
হোসেন বলেন, সকাল ৬টায় প্রজনন কেন্দ্রের শেড থেকে মহিষগুলোকে
বাইরে বের করা হয়। ১০টার দিকে হঠাৎ দেখতে পাই কিছু মহিষ মাঠের
ভিতর ছটফট করছে। সাথে সাথেই কিছু মহিষ মারা যায়। দ্রæত সুস্থ
মহিষগুলোকে শেডে ফিরিয়ে নিয়ে যাই। মৃত্যুর কারণ জানতে
বাগেরহাট জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. মনোহর চন্দ্র মন্ডলের
নেতৃত্বে কয়েকটি মহিষের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে।
মহিষগুলোর প্রয়োজনীয় অঙ্গ পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো
হয়েছে। সেখান থেকে প্রাপ্ত ফলাফলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে
বলে জানান ডা. মনোহর চন্দ্র মন্ডল। তিনি বলেন, মহিষের মৃত্যুর খবর
পেয়ে দ্রæত প্রজনন খামারে ছুটে আসি। এসে দেখতে পাই বেশ কিছু
মহিষ মারা গেছে। মহিষগুলোর বিভিন্ন অর্গান স্যাম্পল সংগ্রহ করা
হয়েছে। ৩টি মহিষ এখনো অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
মহিষের মৃত্যুর সঠিক কারণ আমরা এখনো জানতে পারিনি। অর্গান
স্যাম্পল পরীক্ষা-নিরীক্ষা করে মহিষের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
স্থানীয় রাজু নামের এক ব্যক্তি বলেন, খামারের ভিতরে যে পুকুর রয়েছে ওই
পুকুরে খামারের কিছু কর্মচারীরা মাছ চাষ করে। ওই মাছের জন্য রাখা
পঁচা খাবার খেয়ে এই মহিষগুলো মারা গেছে। আর দীর্ঘদিন ধরে এখানের
যারা দায়িত্বে আছেন, তারা তাদের ইচ্ছে মত প্রতিষ্ঠান পরিচালনা করেন।
যার কারণে পঁচা ও মানহীণ খাবার খেয়ে মাঝে মাঝেই মহিষ অসুস্থ্য হয়।
যারা মাছ চাষ করেছে ওই পুকুরের তাদের শাস্তির আওতায় আনার দাবি
জানান এই ব্যক্তি। মহিষের মৃত্যুর বিষয়ে মহিষ প্রজনন ও উন্নয়ন
খামারের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবীব বলেন, মহিষগুলোকে
শেড থেকে মাঠে নেওয়ার পর কিছু মহিষ রহস্যজনকভাবে অসুস্থ হয়ে
পড়েছে। এ পর্যন্ত ১৮ টি মহিষের মৃত্যু হয়েছে, ২টি মুমূর্ষ অবস্থায়
রয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। খামারের
কিছু কর্মচারী পুকুরে মাছ চাষ করেন বলে শিকার করেন এই
কর্মকর্তা। খবর শুনে খামার পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের
আশ্বাস দিয়েছেন জেলা প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তা ডা.
সাহেব আলী।# Az


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com