সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
Notice :

তাপ-বিদ্যুৎ কেন্দ্রের চোরাই সিন্ডিকেটের চাপাতির কোপে আহত ব্যবসায়ী বিল্লালের অবস্থা আশংকা জনক

বাগেরহাট প্রতিনিধি: / ১০৫ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:০১ অপরাহ্ন



বাগেরহাটের রামপালে ভারত-বাংলাদেশ মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই
মালামাল ক্রয়ে বাঁধা দেওয়ায় বিল্লাল শেখ (৩৩) নামের একজন মাছের ঘের
ব্যাবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
ব্যবসায়ী বিল্লাল এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ
অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সে রামপাল উপজেলার ওই বিদ্যুৎ
কেন্দ্র সংলগ্ন কৈগারদাসকাটি গ্রামের মোসলেম মেখেলম শেখের
ছেলে। রবিবার সকালে এ তথ্য জানান বিল্লালের ভাই মুনিরুলসহ তার
স্বজনরা। এদিকে এ ঘটনার আইনগত বিচার চেয়ে বিল্লালের ভাই
মনিরুল শেখ রামপাল থানায় অভিযোগ দায়ের করেছেন। বিলম্বে প্রাপ্ত
তথ্যানুয়ায়ী বিল্লাল শেখ গত বুৃধবার দুপুর ১ টার দিকে বাড়ী থেকে
টাকা নিয়ে সাদা মাছের চাষ করতে একটি ঘের ক্রয় করতে বের হন। ওই
সময় প্রতিপক্ষ কৈগর্দাসকাটি গ্রামের আলতাফ হোসেনের ছেলে আঃ
হামিদ ও একই গ্রামের সাবজেল ফকিরসহ কয়েকজন ব্যবসায়ী বিল্লালের
পথরোধ করে। এ সময় তারা বলে তোর জন্য আমরা ব্যবসা করতে পারছি না।
তুই থানা পুলিশকে খবর দিয়ে আমাদের ক্ষতি করেছিস। তোকে আজ
ছাড়ব না। এই বলেই বিল্লাল কে চাপাতি দিয়ে মাথায় কুপিয়ে হত্যার
চেষ্টা করে। সন্ত্রাসীরা বিল্লালকে মৃত ভেবে কৈগর্দাসকাটির
সরকারি রাস্তার উপর ফেলে রেখে চলে যায়। যাওয়ার সময় বিল্লালের কাছে
থাকা নগদ টাকা ও একটি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। প্রকাশ্য
দিবালোকে সন্ত্রাসীরা বিল্লাল কে কোপাতে থাকলেও ভয়ে কেহ
ঠেকাতে আসে নাই। পরে আহত বিল্লাল কে উদ্ধার করে প্রথমে
পাশর্^বর্ত্তি দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়া হয়। সেখানে
তার অবস্থার অবনতি খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের
বরাত দিয়ে বিল্লালের ভাই মনিরুল শেখ সংবাদ কর্মীদের জানান, সিটি
স্কানের রিপোর্টে মাথার খুলি কেটে মগজ ক্ষতিগ্রস্ত হয়েছে
বিল্লালের। তার শরীরের আঘাত গুরুতর হওয়ায় প্রসাব ও মলদ্বার থেকে রক্তক্ষরন
হচ্ছে। ঘটনা বিষয়ে স্থানীয়রা জানায় রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রের
চোরাই মালামাল কেনাবেচার একাধিক সিন্ডিকেট সম্প্রতি বেপরোয়া
হয়ে উঠেছে। তারা প্রকাশ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই মালামাল ক্রয় ওহন করলেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ। রামপাল থানার ওসি মোঃ
সেলিম রেজা জানান, বিল্লাল কে মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ
ফোর্স পাঠানো হয়। আর এ ঘটনায় আহত বিল্লালের ভাই থানায় লিখিত
অভিযোগ করেছেন। এখন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর