খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন নির্বাচন-২০২৪ এ তৃতীয়বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলাম। ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে কোন প্রতিদ্ব›দ্বী না থাকায় বেসরকারি ভাবে সকল সদস্যকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী।
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আলী আকবর টিপু ও গোলাম রহমান বাবু, কোষাধ্যক্ষ মো. নুরুল ইসলাম খান কালু, কার্যনির্বাহী সদস্য এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, জেড এ মাহমুদ ডন, শেখ হাসান ইফতেখার চালু, জামিল আখতার লেলিন, সুজন আহমেদ, এম এ জলিল, মনিরুজ্জামান মহসীন, উদয় নাথ মুন্সী ও মো. মঈনুল ইসলাম টুটুল। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক সংযোগ বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এম এম আজাহার আলী।