ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এবং কেএমপি’র পৃথক ঈদ উপহার শনিবার দেওয়া হয়েছে ২০২৩ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে। শনিবার দুপুর সোয়া ১২ টায় কেএমপি’র সদর দপ্তরস্থ তার নিজ কার্যালয়ে এ উপহার সামগ্রী তুলে দেন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা।"
২০২৩ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্য মরহুম এসআই (নিঃ) মোঃ আবুল কালাম আজাদের স্ত্রী মেরী বেগমের নিকট ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) কর্তৃক প্রেরিত উপহার এবং খুলনা মেট্রোপিলটন পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু এবং কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবার,
sm.kb