মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটে পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা প্রদান।
বাগেরহাট নতুন পুলিশ লাইন্স ড্রিলশেডে মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাগেরহাট জেলায় বসবাসরত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, উপহারসহ সংবর্ধনা প্রদান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যবৃন্দের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন বাগেরহাট জেলা সুযোগ্য পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ তাদের বক্তব্যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তাদের বীরত্বগাঁথা স্মৃতি তুলে ধরেন। মুক্তিযুদ্ধে তাদের ত্যাগ তিতিক্ষা, কারো সন্তান হারানোর বেদনা, কারো সহকর্মী শহীদ হওয়ার ঘটনার বিবরণ দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
পরবর্তিতে পুলিশ সুপার,মোঃ তৌহিদুল আরিফ বক্তব্যের শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করেন।বাগেরহাট জেলা পুলিশ সুপার আরো বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে আপনারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে একটি মানচিত্র এনে দিয়েছিলেন বলেই আজ আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আপনাদের যেকোন ন্যায় সঙ্গত প্রয়োজনে জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে থাকবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন মোঃ সালাহউদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর; খন্দকার রুহুল আমিন, আরআই, পুলিশ লাইন্স, বাগেরহাট; ডা: আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, বাগেরহাটসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সবৃন্দ।## pls