বাগেরহাট জেলা সদরের রনবিজয়পুর জিন্দা পীরের মাজার এলাকার একটি
যোবা থেকে উজ্জল মাতুব্বর (২২) নামের এক তরুনের মৃতদেহ উদ্ধার
করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা
পুলিশ বুধবার সকালে উজ্জলের মৃতদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য
লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। নিহত উজ্জল মাতুব্বর
গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত হান্নান
মাতুব্বরের ছেলে। সে গত সোমবার রাতে বাগেরহাট খানজাহান
মাজারের ওরশ উপলক্ষে একটি বহরে আসেন এবং সেখান থেকে নিখোঁজ
হয়। পরের দিন মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা পর্যন্ত উজ্জল কে না পেয়ে বহরের
গাড়ী ছেড়ে দেয় বলে জানান উজ্জলের বড় ভাই। এক পর্যায়ে সোমবার
সকালে রনবিজয়পুর জিন্দাপীরের মাজার এলাকায় একটি ডোবায়
মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। বাগেরহাট সদর
মডেল থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, লাশের শরীরে কোন
আঘাতের চিহ্ন নাই। তবে কিভাবে মারা গেছে তা উদঘাটনের জন্য লাশের
ময়না তদন্ত করতে লাশ মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায়
প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।#az