বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যায়যায়দিন পত্রিকার বাগেরহাট সদর প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা’র বাগেরহাট জেলা কমিটির সদস্য মো: মিজানুর রহমান মিঠুর বোন তাছমিয়া আক্তার এ্যানি (৪০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। (১৬ ফেব্রæয়ারী) সকাল ১০ টা ৫৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এক ছেলে এক মেয়ে, মা সহ ভাই বোন আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের পক্ষে সভাপতি এম হেদায়েত হোসেন লিটন ও সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়। বিজ্ঞপ্তিতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।