খুলনায় পূর্নাঙ্গ টিভি কেন্দ্র বাস্তবায়নের দাবিতে আগামি ১৭ ফেব্রæয়ারি (শনিবার) সকাল ১০টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে গণঅবস্থান কর্মসুচি সফলের লক্ষে মহানগর জাতীয় পাটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগর জাতীয় পাটির কার্যালয়ে দলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দ্রæত খুলনায় পূর্নাঙ্গ টিভি কেন্দ্র স্থাপনের দাবিতে আগামি শনিবার সকাল ১০টায় গণঅবস্থান কর্মসূচি সফলের জন্য ছাত্র, শ্রমিক, জনতা তথা সর্বস্থরের মানুষকে উপস্থিত থাকার আহবান জানিয়ে বক্তৃতা করেন, জাতীয় পাটির মহানগর সহসভাপতি শেখ নাজমুল কবির সাদি, অধ্যক্ষ গাউসুল আজম, আশরাফুল আলম সেলিম, তৈমুর হোসেন সাহিন, মাসুন হায়দার, বৃহত্তর আমরা খুলনাবাসীর কামরুল ইসলাম কামু, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আ. মান্নান মুন্নাফ, মো. ইকবাল হোসেন তোকা, এস এম ইনামুল হক কিসলু প্রমুখ।
অপরদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির খুলনা অঞ্চলের মহাসচিব এম এ কাফির মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিন ও সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনসহ সংগঠণের সকল সদস্যবৃন্দ। jl