সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
Notice :

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট:জেলা পর্যায়ে বালক চ্যাম্পিয়ন

উত্তাল ডেস্ক: / ৯৩ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপনের অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)-এর খুলনা জেলা ও মহানগর পর্যায়ের প্রতিযোগিতা ৪টি ফাইনাল বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, খুলনাতে অনুষ্ঠিত হয়, বৃহস্পতিবার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনা জেলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ক্রট মোহাম্মদ সাইফুল ইসলাম। জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার রহমান গাজী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ, খুলনার উপ-পরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার, যুব উন্নয়ন অধিদপ্তর, খুলনার উপ-পরিচালক মোঃ মোস্তাক উদ্দীন, জেলা মহিলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব সাহারা বানু , জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন সালমা খাতুন, ক্রীড়া সংস্থার সদস্য শাহ আসিফ হোসেন রিংকু ও জিয়াউস সদাত। এছাড়াও উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান সহ আরও অনেকে।”

মহানগর পর্যায় সোনাডাঙ্গা ও লবণচরা থানা ট্রাইব্রেকারে ৫-৪ গোলে খুলনা সদর ও হরিণটানা থানা অনূর্ধ্ব-১৭ দলকে পরাজিত করে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। বালিকাদের খেলায় সদর ও হরিণটানা থানা ২-০ সোনাডাঙ্গা ও লবণচরা থানা অনূর্ধ্ব-১৭ দলকে পরাজিত করে। উপজেলা পর্যায়ে রূপসা উপজেলা ১-০ গোলে কয়রা উপজেলা বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। অপরদিকে বালিকাদের খেলায় বটিয়াঘাটা উপজেলা ট্রাইবিকারে ৩-২ গোলে ডুমুরিয়া উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র ছিল।”smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর