বাগেরহাটের কচুয়া উপজেলায় মায়ের সম্পত্তি নিয়ে বিরোধে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই হাজরা মশিউর রহমান (২৮) খুন হয়েছেন। বুধবার সকাল ১০ টায় প্রকাশ্য জনসম্মুখে উপজেলার টেংরাখালী হাজরা পাড়া সরকারী প্রাইমারী স্কুলের সামনে রাস্তার পর এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়,নানা বাড়ী থেকে পাওয়া মায়ের সম্পত্তি নিয়ে মশিউরের সাথে একই টেংরাখালী হাজরাপাড়া এলাকার মামা এন্তাজ আলী সেখের সাথে পুব-বিরোধ রয়েছে। আর ওই বিরোধের জের ধরে এন্তাজ আলীর দুই ছেলে সাব্বির সেখ ও বায়েজিদ সেখ বুধবার সকালে মশিউর কে বাড়ীর সামনে রাস্তায় ছুরিকাঘাত করে। এ অবস্থায় তাকে উদ্ধার করে কচুয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কচুয়া থানার ওসি মোঃ মহসিন জানান, উপজেলার টেংরাখালী এলাকার মৃত মাসুদ হাজরার ছেলে মশিউর রহমান কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ হেফাজতে নিয়ে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।#
az