December 23, 2024, 9:54 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

জনমনে স্বস্তি: বাগেরহাটে থানা পুলিশে কার্য্যক্রম শুরু

বাগেরহাট প্রতিনিধি: 133 বার
আপডেট সময় : বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪



এক টানা ৬ দিন পর সোমবার দুপুর থেকে বাগেরহাটের পুলিশ প্রশাসন সার্বিকভাবে কার্য্যক্রম শুরু করেছে। বাগেরহাট জেলা পুলিশ লাইন্স থেকে এদিন বেলা ১১ টার দিকে নতুনভাবে শপথ বাক্য পাঠ করে পুলিশ সুপার আবুল হাসনাত খানের নেতৃত্বে একটি র‌্যালী বের হয়ে খানজাহান (রঃ) মাজার মোড়ে এক পথসভা করা হয়। পথ সভায় পুলিশ সুপার বলেন, জনবান্ধব পুলিশ হিসাবে জন কল্যানের ব্রত নিয়ে আমরা নতুনভাবে আমাদের কর্তব্য পালন করব। সেবার মানকিতা নিয়ে সমস্যাগ্রস্থ মানুষের পাশে থাকব। বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খানের নেতৃত্বে গাড়ীবহর নিয়ে বাগেরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট-খুলনা মহাসড়কের হযরত খানজাহান মাজার মোড়ে বহরটি শেষ করে। বহরে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, রাসেলুর রহমান, মাসুদ রানাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত এক সপ্তাহ পুলিশ তার কর্মস্থলে না থাকায় বাগেরহাট জেলাজুড়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও দখলের অসংখ্য ঘটনা ঘটে। এরপর থেকে সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছিল। বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান সাংবাদিকদের বলেন, সোমবার থেকে বাগেরহাট জেলার ৯টি থানাসহ সব কয়টি ইউনিট কার্যকর হয়েছে। ট্রাফিক ডিউটিসহ সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে। যেখানেই যাচ্ছি জনগনের বিপুল সহযোগিতা পাচ্ছি। জনগনের প্রতি আহŸান থাকবে আমাদের আপনারা আস্থায় নিন, আমরা আপনাদের আস্থার প্রতিদান দিতে শতভাগ প্রস্তুত। সকলকে সাথে নিয়ে সুন্দর একটি বাগেরহাট গড়ে তুলতে পারব বলে প্রত্যাশা করছি। #

az


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com