ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, মানুষের ভালো বাসা সব থেকে বড় উপহার। জনগণ মনে প্রাণে ভালো বেসে আমাকে পঞ্চম বাবের মত এমপি নির্বাচিত করেছেন। এটি একটি বড় উপহার! আমি জনগণের ভালো বাসায় সিক্ত। সাধারণ মানুষের ভূমি সেবা নিশ্চিত করতে এবং জনকল্যাণে কাজ করতে চান তিনি।
গতকাল শনিবার বিকেল ৩টায় ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের মাদারতলা বাজার চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। মাদারতলা বাজার ব্যাবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সরদার আবু সাঈদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিন উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র সরকার, অধ্যাপক (অবঃ) সুশিল চন্দ্র মন্ডল, ইউপি সদস্য ললিতা সরদার, শিবুপদ গোলদার, ইউপি সদস্য দেবব্রত মন্ডল, যুবলীগ নেতা সাধন সরদার প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইমাম হোসেন, গীতা পাঠ করেন শিক্ষক নারায়ণ চন্দ্র মন্ডল। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইউপি সদস্য মৃনাল কান্তি মিস্ত্রি। শেষে মন্ত্রীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দলীয় সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।.sm