বাল্য বিবাহ প্রতিরোধ ও নারীর ক্ষমতায়ন শীর্ষক কর্মসূচীর মধ্য দিয়ে বাগেরহাটের চিতলমারীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫জুলাই) সকাল ১১টায় উপজেলার বাহিরদশমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার রায়, সন্তোষপুর ইউ'পি চেয়ারম্যান বিউটি আক্তার,কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয় অধক্ষ স্বপন কুমার রায়, বাহিরদশমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনয়না রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনের ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক। এর আগে জুলাই ২০২৪ মাসের ভ্রমণপঞ্জীর আওতায় জেলা প্রশাসক মহোদয় সকাল ১০টায় কাটিপাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং দুপুর ১২টায় চিতলমারী সদর ইউনিয়ন ভুমি অফিস ও সহকারী কমিশনার (ভুমি) এর কার্যালয় পরিদর্শন করেন এছাড়া বিকাল ৪টায় উপজেলা কর্মরত সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।#
ak