বাগেরহাটের চিতলমারী- মোল্লাহাট ও ফকিরহাটে ৪ দিনের একটানা ভারী বর্ষনে জন-জীবণ স্থবির হয়ে
পড়েছে। ডুবে গেছে কৃষি জমি, ভেসে গেছে হাজার হাজার একর সৎস্য ঘেরের চিংড়ি ও সাদা মাছ।
এই অপূরণীয় ক্ষতির বোঝা মাথায় নিয়ে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি শেখ মুজিবুর রহমান ও তার সফরসঙ্গী বাগেরহাট জেলা বিএনপির সি: যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম
গোরা সোমবার(১৬ সেপ্টেম্বর) ৩ উপজেলার ক্ষতি গ্রস্তদের খোঁজ-খবর নিয়েছেন এবং তাদের সাথে মত
বিনিময় করেছেন।
অত:পর বিকাল ৩ টায় নের্তৃবৃন্দ চিতলমারী সদর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে
উপস্থিত নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু বিশ^াস, যুগ্ন আহবায়ক
বৃন্দ এবং বিএনপি ও তার সহ-যোগী সংগঠনের নেতাকর্মী।