বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবু জাফর মোঃ আলমগীর হোসেন সিদ্দিকীর ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলার প্রতিটি খালের প্রবাহমান ¯্রােতধারা অব্যহত রাখতে স্বণির্ভর খাল পরিস্কার কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে। শনিবার ২৭ জুলাই সকাল সাড়ে ১০টায় উপজেলার বড়বাড়িয়া বাজার সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ের পেছন দিয়ে বয়ে চলা, দীর্ঘতম একটি খালের কচুড়ীপানা অপসারণের মধ্যেদিয়ে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাফর মোঃ আলমগীর হোসেন সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী আজমীর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা মল্ল্কি, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ সরদার, বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় সভাপতি ও উপজেলা আওয়মী লীগ নেতা এম এ খশরু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মুন্সি গাউছুল হক, মহিলা মেম্বর ও আওয়ামী লীগ নেত্রী হাসিনা বেগম, মহিলা মেম্বর নাদিরা বেগম, সাবেক যুব লীগ সভাপতি মোঃ আসলাম শিকদার,সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ মিজানুর রহমান দুলালসহ বিভিন্ন শ্রেণীপেশার সাধারন মানুষ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাফর মোঃ আলমগীর হোসেন সিদ্দিকীর উদ্বোধনী বক্তব্য শেষে স্থানীয় আওয়ামী লীগ অফিসে মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপস্থিত নের্তৃবৃন্দ।