বাগেরহাটের চিতলমারী উপজেলার উমাজুড়ি দক্ষিনপাড়া এলাকার একটি মাছের ঘের থেকে হানিফ সেখ (৫০) নামের একজন কসাইয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উদ্ধার করা ওই মৃতদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। মৃত হানিফ সেখ ওই গ্রামের মৃত সরোয়ার সেখের ছেলে। মৃত হানিফ সেখের চাচাতো ভাই স্থানীয় ইউপি সদস্য আবু বক্কার জানান, হানিফ সেখ পাশর্^বত্তি পিরোজপুর জেলার নাজিরপুর এলাকায় অবস্থান নিয়ে মাংসের ব্যবসা করেন। সম্প্রতি বাড়ীতে একটি মাছের ঘের করেছেন। রবিবার রাতের খাবার খেয়ে তিনি মাছের ঘেরে যান। সোমবার সকালে স্থানীয়রা ওই ঘেরের মধ্যে হানিফ সেখ কে মৃত অবস্থায় দেখতে পেয়ে খবর দেয়। বিষয়টি সাথে সাথে চিতলমারী থানা পুলিশ কে জানানো হয়। এ বিষয়ে চিতলমারী থানার ওসি মোঃ ইকরাম স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে হানিফের মৃতদেহ উদ্ধার পুর্বক সুরতহাল করা হয়। শরীরের কোথাও কোন আঘাতে চিহ্ন নাই। তবে কিভাবে মারা গেছে তা নিশ্চিত হওয়ার জন্য ময়না তদন্ত করতে লাশ সকালেই বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। আর পরবর্ত্তি আইনগত কার্য্যক্রম চলমান রয়েছে।#az