বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী এলাকায় নিত্য গোপাল বিশ্বাস (৭৮) নামের একজন বৃদ্ধ পেটের পীড়া সাইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে চিতলমারী হাসপাতাল থেকে খুলনায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে এ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। এর সকালে তিনি ঘরে থাকা বিষপান করেন। বৃদ্ধের ছেলে খোকন বিশ^াস জানান, তার পিতা নিত্যা গোপাল বিশ^াস দীর্ঘদিন ধরে শ^াস কষ্ট ও পেটের পীড়ায় ভুগতে ছিলেন। এ অবস্থায় বৃস্পতিবার সকাল ৮ টার দিকে সবার অগোচরে ঘরে থাকা বিষপান করেন। বিষয়টি দেখতে পেয়ে দ্রæতই তাকে চিতলমারী হাসপাতালে নিয়ে ভর্ত্তি করা হয়। সারাদিন এখানে চিকিৎসাধিন থেকে অবস্থার উন্নতি না হওয়ায় সন্ধ্যা ৭ টার দিকে তাকে খুলনার উদ্ধেশ্যে নিয়ে যাওয়ার পথেই সে মারা যান। চিতলমারী থানার ওসি মোঃ ইকরাম হোসেন জানান, উপজেলার চরবানিয়ারী গরীবপুর এলাকার বৃদ্ধ নিত্য গোপাল বিশ^াস অসুস্থতার কারনে ঘরে থাকা বিষপান করে আত্মহত্যা করেছে এই মর্মে তার ছেলে খোকন বিশ^াস বৃহস্পতিবার রাতে চিতলমারী থানায় লিখিত ভাবে জানান। রাতেই থানা পুলিশ লাশের সুরতহাল করেছে। পরবর্ত্তি আইনগত কার্য্যক্রম চলমান রয়েছে।#az