বাগেরহাটের চিতলমালী উপজেলায় “পার করেছি আঠারো, পেরিয়ে যাব
পাহাড়ও” এই শ্লোগানকে সামনে রেখে জীবন দক্ষতা সেশন ও ১৮ বছর
পূর্ণ হওয়া ১৭ জন স্বপ্নসারথি কিশোরীদের গ্রাজ্যুয়েশন প্রদান করা
হয়েছে। মঙ্গলবার বিকালে চিতলমারী উপজেলার বাবুয়ানা গ্রামে স্বপ্ন
সারথি কিশোরীদের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে তাদের গ্রাজুয়েশন
সনদ দেয়া হয়। বাল্যবিয়ে রোধ করায় লক্ষ নিয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি প্রকল্পের
আওতায় ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের নিয়ে স্বপ্ন সারথি দল
গঠন করে এবং তাদের নিয়ে জীবন দক্ষতা সেশন পরিচালনা করা হয়। উক্ত
অনুষ্ঠানে ১৮ বছর পূর্ণ হওয়া কিশোরী রিত ু হীরাকে গ্রাজ্যুয়েট
ঘোষনা করা হয়। এ সময় তাকে ১৮ বছর পূর্ণ করার জন্য ফুল দিয়ে শুভেচ্ছা
জানানো এবং সম্মাননা সার্টিফিকেট ও মগ উপহার দেওয়া হয়।
রিতুহীরা এ বছর দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সে ২০২৩ সালের এসএসসি
পরীক্ষায় এ+ পেয়ে পাশ করে। সম্মাননা সার্টিফিকেট ও মগ উপহার
পেয়ে সে তার অনুভূতিতে জানায় বিয়ে নয় ২০২৫ সালের এইচএসসি
পরীক্ষায় এ+ প্রত্যাশী। পরে ঢাকা বিশ^বিদ্যালয়ে পড়াশুনা শেষে বিসিএস
পরীক্ষা দিয়ে পুলিশ ক্যাডার এবং এসপি হতে চায়। এ সময় তার বাবা-মা
উপস্থিত থেকে বলেন আমরা মেয়েকে উচ্চ শিক্ষিত করতে চাই যাতে সে
ভালো চাকরি পেয়ে সমাজ ও দেশের কল্যানে কাজ করতে পারে। এর আগের
দিন বিকেলে উপজেলার বড়বাক গ্রামে জীবন দক্ষতা সেশনও
গ্রাজ্যুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়। সেখানে হেনা, সুরাইয়া ও
শ্রাবনী নামে ৩ জন ১৮ বছর পূর্ণ হওয়া কিশোরীকে গ্রাজ্যুয়েট
ঘোষনা করা হয়। উভয় অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্টিফিকেট প্রদান
করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির
বাগেরহাট জেলা ব্যবস্থাপক পলাশ হালদার। তিনি জানান চিতলমারী
উপজেলায় এ বছর মোট ১৭ জন কিশোরীকে গ্রাজ্যুয়েট ঘোষনা করা
হয়। অনুষ্ঠানে মনকে বুঝি ভালো থাকি”বিষয়ে জীবন দক্ষতা সেশন
পরিচালনা করেন প্রকল্পের এ্যাসোসিয়েট অফিসার (সেলপ) সাজিয়া
আফরিন।#