“মনকে বুঝি ভালো থাকি” এই বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলার পল্লীতে স্বপ্ন সারথি কিশোরীদের নিয়ে তাদের জীবন দক্ষতা বিষয়ে একটি সেশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কুড়ালতলা গ্রামে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ সেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। বেসরকারী উন্নয়ন সংস্থ্যা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় উক্ত সেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: সোহেল পারভেজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর রহমান। জীবন দক্ষতা সেশন পরিচালনা করেন সেলপ এ্যাসোসিয়েট অফিসার। এ সেশন আলোচনায় প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত কিশোরীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যদি ঠিক মতো লেখাপড়া করো বা তোমাদের স্কীল অর্জন করো তা হলে যে কোন মূল্যে বাল্য বিয়ে রোধ করা সম্ভব। এ সময় ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক এস এম ইদ্রীস আলম, কর্মসুচীর সিনিয়র অফিসার টেকনিক্যাল মো: ইসমাইল হোসেন ও সেলপ এর জেলা ব্যবস্থাপক পলাশ হালদার প্রমুখ। #az