বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য জোট ও মাদ্রাসার শিক্ষক সমিতির আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে বৈষম্য দূর করণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণ ও জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে স্মারকলিপি পেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ২৪ (সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর নিকট স্মারকলিপি পেশ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক কে এম রাজু আহমেদ, জিএম আবদুস ছালাম, নির্মল কুমার শিকদার,মাওলানা ইদ্রিসুর রহমান, মোঃ মিরাজুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মোঃ মোস্তফা কামাল, শেখ আল মামুন সহ আরও অনেকে। এ সময় বিভিন্ন বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষক বৃন্দ মানববন্ধনে অংশ নেন