“দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের
চিতলমারীতে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় দিবসটি
উপলক্ষ্যে যুব ঋনের চেক, সনদপত্র, প্রশিক্ষণার্থীদের মাঝে যতায়ত ভাতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগর
আলী’র স্বাগত বক্তব্যেও মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার
নয়ন কুমার রাজবংশী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর
রহমান, সংশ্লিষ্ঠ নেতৃবৃন্দ ও উদ্যোক্তা নারী-পুরুষ। উপজেলা পরিষদ ও যুব উন্নয়নের আয়োজনে
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা।