বাগেরহাটের চিতলমারী উপজেলা পল্লীতে একটি বিয়ে অনুষ্ঠানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান শেখ (১৭) নামে একজন ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। নিহত হাবিব উপজেলার বড়বাড়িয়া পশ্চিম পাড়া গ্রামের মৃত এনামুল হক শেখের ছেলে। বিলম্বে প্রাপ্ত তথ্যানুযায়ী এ ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। প্রত্যক্ষদর্শীরা ও হাবীবের পবিবার থেকে জানানো হয়, শুক্রবার বড়বাড়িয়া নতুন পাড়া গ্রামে হাবিবুর রহমানের মামা বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে ডেকোরেটরের কাজ করতে যায় হাবীব। বিকেলের দিকে বিয়ের বরযাত্রী এলে সে সাউন্ড বক্্েরর বিদ্যুৎ সঞ্চালন তার সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিতলমারী থানার ওসি মোঃ ইকরাম হোসেন বলেন, আমরা খবর পেয়ে মরহেদ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপালের মর্গে প্রেরন করেছি। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। আর ঘটনাটি একটি অনুষ্ঠানের মধ্যে হয়েছে বলে এ বিষয়টি তদন্ত করা হচ্ছে।#আ