বাগেরহাটের চিতলমারীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার শিবপুর শরীফ পাড়া গ্রামের টুকু শেখের ছেলে মোঃ আবজাল শেখ। ঘেরের পাড় ও নেট কেটে ১৫ লক্ষ টাকার মাছের ক্ষতি সাধনের অভিযোগ “ শিরো নামে” অনলাইন চ্যানেল ঝর্ণা টিভিতে যে সংবাদটি প্রকাশিত হয়েছে। তার প্রতিবাদ জানিয়ে আবজাল শেখ। ১৩ জুলাই (শনিবার) বেলা ১২টায় উপজেলা প্রেসক্লাব চিতলমারী এর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন।
আবজাল শেখ জানান, তার ও তার ছেলেদের বিরুদ্ধে যে, সংবাটি প্রকাশিত হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। প্রতিপক্ষ শেখ আনিস একজন অসৎ লোক। তার বিরুদ্ধে এলাকায় নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। আর যে ঘেরটি নিয়ে অভিযোগ করেছে তা ওর
নিজের নয়।
ওই ঘেরকে পুঁজি করে দীর্ঘ ৩ বৎসরাধিক এলাকার নিরহ মানুষদেরকে মিথ্যা ও কাল্পনিক মামলা সাজিয়ে একের পর এক হয়রানী করে আসছে আনিস। সংবাদ সম্মেলনে আবজাল আরো জানান, অনিস তার কাছে ঘের বাবদ নগদ জমার কোন টাকাই পাবেনা। বরং ওর কাছে এলাকার শতশত মানুষ লাখ লাখ টাকা পাবে। ও একটা প্রতারক ও জন বিচ্ছন্ন লোক বল্লে ভুল হবেনা। তিনি উক্ত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিবপুর ইউপি’র ৭ নং- ওয়ার্ড সদস্য মো: লিটন শেখ, স্থানীয় দুল মোহম্মদ শেখ, মো: জাবেদ আলী শেখ ও ছারা বেগম