বাগেরহাটের চিতলমারীতে নবলোক পরিষদের আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় কৈশোর মেলা, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজনদের সম্মাননা ও মেন্টরদের পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৫জুন) বেলা ১২ টায় চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবু জাফর মোঃ আলমগীর হোসেন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আজমীর আলী, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা মল্লিক প্রমুখ।
আলোচনা সভা পুর্ববত্তী কৈশোর মেলায় প্রদর্শিত বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন অতিথি বৃন্দ। আনুষ্ঠানটি পরিচালনা করেন নবলোক পরিষদের সমন্বয়কারী প্রহ্লদ মন্ডল।