বাগেরহাটের চিতলমারীতে বিপুলপ্লাস টমেটোরচাষ করে ভাগ্যবদলের স্বপ্ন দেখছেন লিটন বালা। লিটন বালা উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের অধিবাসী।বলেশ^র নদের তীরবর্তী ডাকাতিয়া বালুর মাঠে লিটন বালা ২বিঘা কৃষি জমিতে বিপুলপ্লাস জাতের টমেটোর চাষ করেছেন।
সরেজমিনে দেখা গেছে টমেটো গাছের সবুজ পাতা ও ফল পুরো জমিতে একাকার হয়ে মিশে গেছে। ক্ষেতের পরিচর্যা করাকালিন সময় বৃহস্পতিবার (২জানুয়ারি) বিকালে কথা হয় লিটন বালার সাথে।
তিনি জানান নিয়মিত (কৃষি) পরামর্শ মেনে চলা ও ক্ষেতের পরিচর্জা করায় তার টমেটোর ফলন ভালো হয়েছে। ২বিঘা জমিতে তিনি ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ করেছেন। প্রথম দিকে ৬০/৬৫ টাকা কেজি বিক্রি করেছেন। বর্তমান ৩০/৩৫টাকা কেজি বাজার দাম চলছে। এই দাম বলবত থাকলে তার ২বিঘা জমির টমেটোয় দেড় লক্ষ টাকা লাভ হবে।
ডাকাতিয়া গ্রামের টমেটো চাষী জিবণ হীরা ও মোহম্মাদ আলী জানান, চরবানিয়ারী ইউনিয়নের বালুর মাঠে রেকর্ড সংখ্যক টমেটোর চাষ হয়েছে বর্তমান বাজার ভালো
উপজেলা কৃষি অফিসার(কৃষিবিদ)সিফাত আল মারুফ জানান এই এলাকার মাটি সকল ধরনের সবজি চাষের উপযোগী। সবজি চাষে কৃষকদের সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।ak