“সমবায়ে গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের
চিতলমারীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায়
দিবসটি উপলক্ষ্যে জাতীয় ও সমবায় সঙ্গীতের মধ্যে দিয়ে বর্ণাঢ্য র্যালি, সমবায়ীদের পুরস্কার বিতরণ,
আলোচনা সভা হয় ও ৪ জন সমবায়ীর প্রতিজনকে ১লক্ষ টাকা করে ঋনের চেক বিতরন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলামের স্বাগত বক্তব্যের
মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক
নয়ন কুমার রাজবংশী ।
ডবশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর রহমান, উপকার
ভোগি সমবায়ী নারী-পুরুষ, উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ,
যুব উন্নয়ন কর্মকর্তা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম প্রমুখ।