বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রশাসন কর্তৃক শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার(৮ জানুয়ারি) রাত ৮টায় উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল সদর উপজেলার ওয়াপদা বেড়ী বাঁধের পাশে বসবাসরত প্রায় অর্ধশত শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন চিতলমারী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ একরামুল হক মুন্সী, সহ-সভাপতি এসএম সহিদুল হক টিপু, সহ-সভাপতি মোঃ আজাদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান ও ছাত্র প্রতিনিধিগণ।
ak