“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই
প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ দুর্নীতি দমন ও
প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা
প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা
নির্বাহী অফিসার তাপস পাল এর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন ও
মানববন্ধন হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা
নির্বাহী অফিসার তাপস পাল এর সভাপতিত্বে ও উপজেলা দুর্ণীতি
প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান এর স্বাগত
বক্তব্যের মধ্যে দিয়ে
এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চিতলমারী থানার অফিসার
ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক
মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা জামায়াত ইসলামী নায়েবে আমীর
শিকদার আব্দুল আলী, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ একরামুল হক
মুন্সী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ
মোঃ সিফাত আল মারুফ, সিনিয়র মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ,
সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, মহিলা বিষয়ক অফিসার
মোঃ হাফিজুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান
পিকলু।