বাগেরহাটের চাঞ্চল্যকর মহারাজ হত্যা মামলার এক
পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা
বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা এলাকার চাঞ্চল্যকর মহিউদ্দিন
হাওলাদার মহারাজ হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী হাসান
শেখ (৪০) কে গ্রেফতার করেছে খুলনা র্যাব-৬ এর সদস্যরা। খুলনা র্যাব -৬
এর একটি আভিযানিক দল গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে মোংলা
উপজেলা সদর থেকে হাসান শেখ কে গ্রেফতার করতে সক্ষম হয়। হাসান
শেখ মোড়েলগঞ্জ উপজেলার পাশখালী গ্রামের আদম সেখের ছেলে। উল্লেখ্য,
গত ২৮ ফেব্রæয়ারী মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা এলাকার মহিউদ্দিন
হাওলাদার মহারাজ কে শত্রæতার কারনে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে হত্যা করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা
মামলা দায়ের করেন। খুলনা র্যাব-এর মিডিয়া সেল থেকে বুধবার দুপুরে
দেয়া একই মেইল বার্তায় জানানো হয়, মহিউদ্দিন হাওলাদার মহারাজ
হত্যা মামলার এজাহার নামীয় আসামী হাসান শেখ মোংলা এলাকায়
আত্মগোপন করে আছে। এ খবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে
র্যাব-৬ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে ওই
এলাকায় অভিযান চালিয়ে হাসান কে গ্রেফতার করতে সক্ষম হয়। বুধবার
তাকে মোড়েলগঞ্জ থানায় পরবর্ত্তি পদক্ষেপ গ্রহনের জন্য সোপর্দ করা
হয়।#