সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
Notice :

চাঁদাবাজি আর দখলদারি করার জন্য শহীদরা জীবন দেয়নি : জামায়াত আমীর

উত্তাল ডেস্ক: / ৯৬ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সারা দেশের মতো ফেনীতেও চাঁদাবাজি হচ্ছে, দখল হচ্ছে। যারা এ সমস্ত কাজ করছেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ – দয়া করে আমরা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করি। শহীদদের প্রতি শ্রদ্ধা দেখাই। এসব করলে শহীদদের অপমান করা হবে। চাঁদাবাজি আর দখলদারি করার জন্য শহীদরা জীবন দেয়নি। এসব যন্ত্রণা থেকে রক্ষা পেতেই তারা রাস্তায় জীবন দিয়েছে।”

আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকালে তিনি ফেনীর সীমান্তবর্তী পরশুরাম উপজেলার বল্লারমুখা বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে ফুলগাজী উপজেলা শহরের পথসভায় দলীয় নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে এসব বক্তব্য দেন।

এ সময় জামায়াতে ইসলামীর আমির বলেন, সবাই ভালোর পথে আসুন, ভালোর জন্য ঐক্যবদ্ধ হন, ভালোর পথ আল্লাহর পথ। আল্লাহর কুরআন ছাড়া কেউ ভালো কিছু দিতে পারেনি। পারবেও না। কুরআনের বিধানই হবে আগামীর বাংলাদেশ। তাহলে সমাজের কেউ মালিক বা প্রভু হওয়ার চিন্তা করবে না। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আমরা আপনাদের ভালোবাসার কাঙাল, সাহায্যের কাঙাল। আপনারা আমাদের যৌক্তিক সমালোচনা করবেন, আমাদেরকে বুকে রাখবেন।”

এর আগে জামায়াত আমির শফিকুর রহমান ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নে শহীদ শ্রাবণের কবর জিয়ারত এবং ফেনী শহরের সুলতানপুর এলাকায় হিন্দু পরিবারকে নবনির্মিত নতুন ঘর উপহার দেন।”

তার সফর সঙ্গী হিসেবে ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, জেলা আমির মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম ও প্রচার সম্পাদক আনম আবদুর রহিম।#smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর