বাগেরহাটের রামপাল উপজেলায় এবার একজন প্রয়াত মুক্তিযোদ্ধার মেয়ে গলায় ফঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার বাঁশতলী ইউনিয়নের তালবুনিয়া (মিত্রাবাদ) এলাকার মরহুম বীর মুক্তিযোদ্ধা আঃ হালিমের মেয়ে রওশনারা আক্তার সুমাইয়া (১৮) তার নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার পূর্বে সুমাইয়া তার মায়ের কাছে একটি চিরকুট লিখে রেখে গেছে। চিরকুটের খেলা দেখে ধারণা করা হচ্ছে হৃদয় নামের একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে কোন জটিলতার কারণে সে আত্মহত্যা করতে পারে বলে পরিবার থেকে বলা হচ্ছে। রামপাল থানার ওসি (তদন্ত) বিধান পাল জানান, সুমাইয়া আক্তারের মৃত্যু নিয়ে জটিলতা হওয়ায় তার লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাপতাল মর্গে প্রেরন করা হয়। এ ছাড়া উপজেলার পেড়িখালী ইউনিয়নের কুমারখালী গ্রামের মুজিবর রহমান খানের ছেলে আলী আজম সোমবার সকাল ১০ টায় স্ত্রীর উপর অভিমান করে নিজ বসতঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্মহত্যা করেছে। আজমের লাশ উভয় পরিবারের সম্মতিতে ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে। আত্মহত্যাকারী আজম শেখ এর আগেও দুইবার তুতে পান করে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। পৃথক ২ টি আত্মহত্যার ঘটনায় রামপাল থানায় ২টি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।#
az