বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মানসা গ্রামে বাশ বাগানের মধ্য থেকে কার্তিক পাল(৭০) নামে এক বৃদ্ধের গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে পরিবারের অভাবের কারনে সবার অজান্তে সোমবার সকালের দিকে সে গলায় গামছা দিয়ে গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ কার্ত্তিক পালের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেছে। সে ওই গ্রামের মৃত কেনা রাম পালের ছেলে। পরিবার ও এলাকাবাসীর বরাত দিয়ে ফকিরহাট থানার ওসি মোঃ আশরাফুল ইসলাম জানান, বৃদ্ধ বয়সে ও কার্ত্তিক পাল চা বিক্রি করে সংসার চালাতো। সংসারে অভাব অনটন লেগেই ছিল। যা নিয়ে স্ত্রীর সাথে প্রায়ই মনোমালিন্য হতো। এ কারনে বৃদ্ধ কার্ত্তিক পাল সোমবার সকালে চা বিক্রি করতে না গিয়ে সকলের অজান্তে বাড়ীর পাশে বাগানের মধ্যে একটি আম গাছের ডালে গলায় গামছা দিয়ে ঝুলে আত্মহত্যা করে। প্রতিবেশীরা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখে থানা পুলিশ কে খবর দেয়। পুলিশ লাশের সুরতহাল করেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।#az