র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন দুর্যোগকালীন মুহুর্তে আন্তরিকতা, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের অসহায়, দুঃস্থ ও নিপীড়িত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।”
এরই ধারাবাহিকতায় দেশের যেকোন দুর্যোগকালীন মুহূর্তে র্যাব সবসময় বন্ধু হয়ে মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক ও মানবিক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সম্প্রতি র্যাব-১ উত্তরা, ঢাকা এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জাহিদুল করিম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স মহোদয়ের পক্ষ হতে অসহায়, দুঃস্থ, হতদরিদ্র, ছিন্নমূল এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।”
অন্যান্য বছরের ন্যায় এই বছরেও শীতের তীব্রতা ও শৈত্য প্রবাহের কারণে দেশের অনেকেই শীত বস্ত্রের অভাবে অনেক কষ্টে দিনযাপন করে। প্রতি বছরের ন্যায় এই বছরও গাজীপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই তীব্র শীতে অসহায়, দুঃস্থ, হতদরিদ্র, ছিন্নমূল এবং শীতার্তদের শীতের কষ্ট লাঘবে আভিযানিক কাজের পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে কম্বল নিয়ে অসহায়, দুঃস্থ, হতদরিদ্র, ছিন্নমূল এবং শীতার্তদের পাশে দাঁড়িয়েছে র্যাব-১। “মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যাব-১ উত্তরা, ঢাকা এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জাহিদুল করিম, পিএসসি, ইঞ্জিনিয়াস মহোদয়ের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে গাজীপুর নগরীর জয়দেবপুর রেলওয়ে স্টেশন এবং কোনাবাড়ী থানাধীন কোনাবাড়ী ফ্লাইওভারের আশেপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায়, দুঃস্থ, হতদরিদ্র, ছিন্নমূল এবং শীতার্তদের মাঝে ২০০ টির বেশি কম্বল বিতরণ করেছেন।”
ভবিষ্যতেও র্যাব-১ এ এই ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে। আভিযানিক কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তার মাধ্যমে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে র্যাব সদা প্রস্তুত থাকবে বলে জানায় র্যাব।#bl