খুলনা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা জজ
নগরীর খুলনা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা ও দায়রা জজ
আদালতের বিচারক সিনিয়র জেলা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল
আলিম আল রাজী। সোমবার (১৭ ফেব্রæয়ারি) বিকেল সাড়ে ৪টায়
তিনি কারাগার পরিদর্শনে যান।
এসময় তার সঙ্গে ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক
প্রসিকিউটর (পিপি) এডভোকেট চৌধুরী তৌহিদুর রহমান
তুষার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাখিবুল ইসলাম,
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. কেরামত
আলী, জেলা লিগ্যাল এইড অফিসার ফারাহ্ দিবা ছন্দা, সহকারী
জজ দাকোপ আব্দুলাহ-আল মামুন, জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত
প্রশাসনিক কর্মকর্তা মো. জাকারিয়া শেখ ও সাঁটলিপিকার
খোকন লাল ভট্টাচার্য্য। পরিদর্শন দল কারাগারের মহিলা ওয়ার্ড,
মেডিক্যাল ওয়ার্ড ও পুরুষ ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে
দেখেন।
পরিদর্শন শেষে সিনিয়র জেলা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম
আল রাজীর সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার ফারাহ্
দিবা ছন্দার পরিচালনায় কারাগারের লিগ্যাল এইড কর্ণারে আটক
আসামি ও কয়েদীর নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায়
বক্তব্যে রাখেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর
(পিপি) এডভোকেট চৌধুরী তৌহিদুর রহমান তুষার, চীফ
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাখিবুল ইসলাম, অতিরিক্ত জেলা ও
দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. কেরামত আলী। সভায়
আসামিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও বন্ধিদের বক্তব্য
শোনা হয় এবং যে সমস্ত আসামিদের কোন আইনজীবী নেই
তাদের সরকারি লিগ্যাল এইড এর সহায়তা প্রদানের আশ্বাস দেয়া
হয়। সভায় সমাপনী বক্তব্য রাখেন জেল সুপার মো. নাসির উদ্দিন।#