December 23, 2024, 10:44 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

খুলনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

রিপোর্টারের নাম 201 বার
আপডেট সময় : বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে খুলনা নানা কর্মসুচির আয়োজন করা হয় গতকাল বুধবার। কর্মসুচির মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা। 
দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ও জেলা ইউনিট কমান্ড ও সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ খুলনার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।”

বুধবার খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে ভবনে দুপুর ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির।, সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্ধ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ আলী, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা হারুন আর রশিদ বন্ধ, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা শেখ জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা শেখ হাফিজুল­াহ, বীর মুক্তিযোদ্ধা শেখ অহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহ কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বীরেন দাস বীরু, মোঃ তুহিন আলী খান প্রমুখ। 


জেলা প্রশাসন : ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা বুধবার দুপুরে খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাইদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান।


আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
খুলনা বিশ^বিদ্যালয় : দিবস উপলক্ষে সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।  আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী।”


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি দীপক চন্দ্র মন্ডল। 
এর আগে সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল কালজয়ী মুজিব প্রাঙ্গণে উপাচার্যের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সকল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদসমূহে বাদ জোহর দোয়া এবং বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা। 
খুলনা পাবলিক কলেজ : দিবস উপলক্ষে খুলনা পাবলিক কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রতিষ্ঠানের জ্যেষ্ঠতম উপাধ্যক্ষ আবু সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন জাতীয় দিবস কমিটির আহবায়ক কম্পিউটার বিজ্ঞান ও আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক প্রকৌশলী এস এ এহসান রাজন। দিবসের তাৎপর্য উলে­¬খপূর্বক শিক্ষকবৃন্দের বক্তব্যের পর উপাধ্যক্ষ ড. মোঃ বেনিয়াজ জামান মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা তুলে ধরেন। সবশেষে বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহিদ সদস্যবৃন্দ, মুজিবনগর সরকার ও মুক্তিযুদ্ধের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 
খুলনা মহানগর শ্রমিক লীগ : দিবস উপলক্ষে বুধবার বেলা ১১টায় সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগর শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষের সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মলি­ক নওশের আলী, মোঃ আব্দুর রহিম খান, মোঃ আব্দুর রশিদ শিকদার, মোঃ ইউনুস মুন্সী,  মোঃ শাহ আলম শেখ,  মোঃ আকতার হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, সঞ্জয় কর্মকার, মোঃ খালেক শিকদার, মোঃ শাহজাহান সিকদার, প্রশান্ত কুমার ঘোষ, খোকন শীল কুট্টি, মোঃ কামরুল ইসলাম, মোঃ তৈয়ব আলী হাওলাদার,  মোঃ আব্দুল হাকিম, মোহাম্মদ এবাদ আলী শেখ, মোঃ মিরাজ জোয়াদ্দার মহারাজ , মোঃ তৈবুর রহমান তৈয়া, মোঃ সলেমান শিকদার, মোঃ এবাদ আলী প্রমুখ নেতৃবৃন্দ।”

 যশোর সিটি কলেজ : দিবস উপলক্ষে বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অরবিন্দু কুমার কুন্ডু এবং বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অমলেন্দু বিশ্বাস, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সাজেদুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হালিম। উদযাপন কমিটির আহবায়ক ড. সবুজ শামীম আহসানের সভাপতিত্বে বিশেষ আলোচক ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান  দিলরুবা খানম। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি মারুফ হোসাইন ইকবাল ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন। সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অনুপম বসাক। sm;kb


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com