বাগেরহাটের খান জাহান আলী ডিগ্রী কলেজে প্রথমবারের মতো বার্ষিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজের নিজস্ব সুইমিং ট্যাংকে ৩১ জন প্রতিযোগীর অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমেদ।
যতীন্দ্রনাথ বিশ্বাসের পরিচালনায় এ প্রতিযোগিতার সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খান জাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দকার আছিফ উদ্দিন রাখী, বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা খন্দকার আকমল উদ্দিন সাখি, প্রাক্তন শিক্ষক হেমায়েত হোসেন, শিক্ষক ফরহাদ হোসেন, তন্ময় রায়, মোঃ মোশােরফ হোসাইন, শেখ সাহিন হোসেন, আ হ ম অলিউর রহমান, মুস্তাফিজুর রহমান, সঞ্জয় কুমার দাস, জিয়াদুল ইসলাম, আল ফারুক আহমেদ, সৈয়দ হামিমা খাতুন, সুলতানা পারভীন সিমু, রাসমনি মল্লিক, উম্মে হানি সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চারটি ইভেন্টের এই প্রতিযোগিতায় মোট ৩১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ইভেন্ট গুলি ছিল ৫০ মিটার মুক্ত সাঁতার, ৫০ মিটার প্রজাপতি সাতার, ৫০ মিটার চিৎ সাতার, ১০০ মিটার মুক্ত সাঁতার। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।