বাগেরহাটের মোড়েলগঞ্জে ক্ষেতে ইদুর মারার
ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘের কর্মচারী নিহত
বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞ্যহাটি গাজীরঘাট এলাকায়
ধানক্ষেতে ইদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে আঃ সালাম শেখ (৬৫),
নামের একজন মাছের ঘেরের কর্মচারী নিহত হয়েছেন। রবিবার দুপুরের
দিকে ওই এলাকার জনৈক শামীম হাওলাদারের ধানক্ষেত থেকে সালাম
সেখের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন প্রাথমিকভাবে ধারণা
করছেন ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু
হয়েছে। নিহত সালাম সেখ গাজীরঘাট গ্রামের মৃত ওয়াজ উদ্দিন
সেখের ছেলে। নিহতের স্ত্রী জানান, শনিবার রাতের খাবার খেয়ে তার
স্বামী ঘের পাহারায় চলে যান। রবিবার সকালে আসতে দেরী দেখে তিনি
নিজেই ওই মাছের ঘেরে যান এবং ঘেরের মধ্যে তার স্বামীর মৃতদেহ পড়ে
থাকতে দেখে ডাক-চিৎকার করেন। একপর্যায়ে স্থানীয় লোকেরা ছুটে
এসে মাছের ঘেরের পাশেই ধান ক্ষেতে পড়ে আছে আব্দুস সালামের
মৃতদেহ। এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের
পরিদর্শক কাজী শাহিদুজ্জামান রবিবার বিকেলে জানান, ধানের ক্ষেতে
ইদুর মারার বৈদ্যুতিক ফাদে জড়িয়ে আব্দুস সালাম নামের একজন ঘের
কর্মচারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ খবর পেয়ে মোড়েলগঞ্জ
থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেছে এবং মৃত্যুর
সঠিক কারন জানার চেষ্টা করছে।#