খুলনা ফুলতলা উপজেলার ডাবুর মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা আর্জন করেছে এসবিআলী ফুটবল একাডেমি। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তারা হারিয়ে আর এস ফুটবল একাডেমিকে হারিয়েছ ৪-০ গোলে।
দলের পক্ষে হ্যাট্রিক করেন আশরাফুল এবং অপর গেলটি করেন রায়হান। খেলা পরিচালনা করেন রেফারী পারভেজ আলম, কামরুল আযম বাবু ও আজিবর রহমান। মাঠে উপস্থিত ছিলেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. ইউসুফ আলী, শেখ আলাউদ্দিন নাসিম, শেখ বদরুজ্জামান, আলী হোসেন, হুমায়ুন কবির ভুঁইয়া, বদরুজ্জামান মানিক, সালাউদ্দিন এবং আয়োজক কমিটি, স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।jl