বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে পূর্বশত্রæতার কারনে একজন
কৃষকের ক্ষেতের ৩ শতাধিক' ফলন্ত লাউ ও মিষ্টি কুমড়া গাছ কর্তন করে
দিয়েছে দুর্বৃত্তরা। আর এ ঘটনাটি বুধবার দিনগত গভীর রাতে
উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষি বাওয়া গ্রামে। এ ঘটনায়
ক্ষতিগ্রস্থ কৃষক বিপ্লব শিকদারের দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে
তিনি দাবী করেছেন। খবর পেয়ে নিকটস্থ পুলিশ ফাঁড়ি ইন চার্জ এস
আই রবিউল ইসলাম বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পরিদর্শন করে এ তথ্য
নিশ্চিত করেছেন। মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষি
বাওয়া গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক বিপ্লব শিকদার জানান, ৫ কাটা
জমিতে তিনি ৩ শতাধিক লাউ ও কুমড়া গাছের চাষ করেন। ইতোমধ্যে
লাউ ও মিষ্টি কুমড়ার ফলন দিতে শুরু হয়েছে। কিন্তু ঘটনার দিন গভীর রাতে
কে বা কাহারা তারা ক্ষেতের সকল গাছ কেটে ফেলে। তবে ঘটনাটি
ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি ।
স্থানীয় বাসিন্দা শাহিন শিকদার, আসাদুল হক, মোজাম্মেল খলিফা,
সোহেল শিকদার, লোকমান হাওলাদাররা জানান দুর্বৃত্তরা সবজি ক্ষেতের
ফলন্ত গাছ কেটে ফেলেছে। যা সত্যিই অমানবিক। আমরা অপরাধীকে
আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। ফাঁড়ি ইনচার্জ এস আই
রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । ক্ষতিগ্রস্থ
কৃষককে অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। #