বাগেরহাটের মোরেলগঞ্জে ঘর থেকে ¯^র্ণা আক্তার (১৫) নামে এক কিশোরীর মরদেহ
উদ্ধার করেছেন পুলিশ। রবিবার(১৫ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধারের পর ময়না
তদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে পাঠিয়েঠে পুলিশ। নিহত
কিশোরী উপজেলার বিশারীঘাটা গ্রামের হেমায়েত শেখের প্রথম পক্ষের সন্তান।
নিহত ¯^র্ণা আক্তারের বাবা হেমায়েত শেখ ও সৎ মা রাশিদা বেগম জানান,
বাড়ীর একটি ফাকা ঘরে ¯^র্ণার ঝুলন্ত মরদেহ পাওয়া যায় বলে দাবী করেন। তবে,
নিহত ¯^র্ণার ডালিয়া বেগম ¯^র্ণার মৃত্যু রহস্যজনক বলে দাবি করেছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামজানান,
¯^র্ণার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারন জানতে মরদেহের
ময়না তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেরেই মৃত্যুর সঠিক কারন
জানা যাবে।#rj