January 6, 2025, 2:07 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

কারাগারে বন্দি থাকা ৬৪ভারতীয় জেলের মুক্তি প্রদান

বাগেরহাট প্রতিনিধি: 22 বার
আপডেট সময় : শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫


বাংলাদেশেল সমুদ্র জলসীমায় অনু প্রবেশ করে মাছ শিকারকালে আটক হওয়া ৬৪ জন ভারতীয় জেলেকে মুক্তি দেয়া হয়েছে। বাগেরহাট জেলা কারাগার থেকে বৃহস্পতিবার দুপুরে তাদের ভারতীয় দুতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময়, কারাগার কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্ট গার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিতিত ছিলেন। পরে কোস্টগার্ডের সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ৬৪ জন ভারতীয় জেলেকে মোংলা সমুদ্র বন্দরে নিয়ে যায়। বাগেরহাট জেলা কারাগার কতৃপক্ষ জানায়, বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ আহরণের অপরাধে গত ১৮ অক্টোবর ২০২৪ কর্তব্যরত কোষ্টগার্ড ও নৌবাহিনী সদস্যরা ৪৮ জন এবং ২২ নভেম্বর-২০২৪ আরো ১৬ জন ভারতীয় জেলেকে আটক করে। আটকৃতদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য আহরণ আইনের ২২ ধারায় মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করে মোংলা থানা পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের বাগেরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়। ৩১ ডিসেম্বর-২০২৪ ও ১ জানুয়ারি-২০২৫ পৃথকভাবে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল আজাদ তাদেরকে মুক্তির আদেশ দেন। বাগেরহাট জেলা কারাগারের সুপার শংকর কুমার মজুমদার বলেন, আদালতের জামিন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি স্বাপেক্ষে কারগারে বন্দি ভারতীয় ৬৪ জন জেলেকে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড বাগেরহাটের মোংলা জোনের মাধ্যমে এ জেলেদের জলপথে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।#az


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com