নওগাঁয় কয়েলের আগুনে একটি গোয়ালঘর সহ বাড়ি পুড়ে ছাই হয়েছে । মারা গেছে একটি গরু। এতে অন্তত পাঁচ থেকে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায় ।
শুক্রবার (২৮ জুন) রাত দেড়টায় বদলগাছি উপজেলার মথুরাপুর ইউনিয়নের নালুকাবাড়ী গুচ্ছ গ্রামের আলেম উদ্দিনের বাড়িতে এই দুর্ঘটনা টি ঘটে।
স্থানীয়দের সুত্রে জানা যাই আলেম উদ্দিন গোয়ালঘরে প্রতি রাতের মতো মশার কয়েল জ্বালান। গভীর রাতে মশার কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে আগুন ধরে। আগুন দ্রুত গোয়াল ঘর থেকে বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন থেকে গরু রক্ষা করতে গিয়ে আগুনে দগ্ধ হয় আলেম উদ্দিন। পরে স্থানীয়রা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয় আনিস হোসেন বলেন, রাত ২টার সময় আমরা আলেম উদ্দিনের বাড়ীর লোকজনের ডাক চিৎকারে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই আলেম উদ্দিনের এক'টি গরু সহ বাড়ির আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও ২টি গরুর শরীরের অধিকাংশ পুড়ে যায়। তিনি আরো বলেন, এই দুর্ঘটনায় অন্তত ৫/৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। গভীর রাতেই আগুন লাগায় এলাকাবাসী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার কারণে ফায়ার সার্ভিসকে কোন খবর দেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ বলেন, আমি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে নগত দুই হাজার টাকা ও কিছু শুকনো খাবার দিয়েছি। এছাড়াও তাদের সাহায্যর জন্য আবেদন করতে বলেছি। আবেদন পেলে উপজেলা প্রশাসন থেকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।