বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বকুলতলা বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে ২ টি দোকান পুড়ে গেছে। ২টি দোকান পুড়ে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, শনিবার দিবাগত রাত ১১ টার দিকে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের বকুলতলা বাজারের আনসার আলীর মুদিদোকান ও দিলিপ কুমার দাসের ভ্যান সাইকেলের গ্যারেজ আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। রাতেই স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রন করলেও আগুনে পুড়ে আনসার আলীর ৪ লাখ ও দিলিপের ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। কচুয়া থানার ওসি মোঃ মহসীন জানান বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যশৈ আগুন লেগে বকুল তলা বাজারের ২টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।#
ak