বাগেরহাটের কচুয়া উপজেলায় সুমন সেখ (৩২) নামের একজন যুবক বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছেন। নিহত সুমন সেখ উপজেলার ছোট বগা গ্রামের মৃত সাইদুল সেখের ছেলে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ভেজা শরীরে নিজ ঘরে ইজিবাইকের চার্জার থেকে বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার সময়ে সুমন বিদ্যুতায়িত হয়। এ সময় পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রæত হাসপাতালে নেওয়ার পথেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কচুয়া থানার ওসি মোঃ মহসীন বলেন, দুপুরের দিকে উপজেলার ছোট বগা গ্রামে ইজিবাইকের চার্জার থেকে বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে সুমন সেখ নামের একজন যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।#az