বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল রঘুদত্তকাঠি গ্রামের ফারিয়া মোস্তারী শিপা (২১) নামের একজন গৃহবধু রান্নাঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শিপা রঘুদত্তকাটি গ্রামের ফেরদৌস শেখের স্ত্রী। স্বামীর সাথে ঝগড়া করে রবিবার দিনগত গভীর রাতে রান্নাঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানায়। স্থানীয়ভাবে ঘটনার বর্ননা মতে কচুয়া থানার ওসি মোঃ মহসীন জানান, রাতে স্বামী- স্ত্রী ঝগড়া করে। এক পর্যায়ে শিপা গভীর রাতে সবার অজান্তে রান্নাঘরে গিয়ে আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করে। ভোর রাতে তার ৮ মাসের সন্তান কান্নাকাটি শুরু করলে স্বামী ফেরদৌসের ঘুম ভেঙ্গে যায় এবং স্ত্রীকে খুঁজে না পেয়ে রান্নাঘরে গিয়ে দেখতে পায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। দ্রæত তাকে নামিয়ে তার মৃত্যু নিশ্চিত হয়। খবর পেযে পুলিশ গিয়ে লাশের সুরতহাল করাসহ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়।#