বাগেরহাটরে কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবু বক্কর সিদ্দিক(৬১) মৃত্যুবরণ করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এসএম আবু বক্কর সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাহেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়,বুধবার এক বার্তায় জানান এইচ এম শাহিন ব্যক্তিগত সহকারি শেখ তন্ময় এমপি ৯৬ বাগেরহাট -২,বুধবার বেলা দেড়টায় ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। সে দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা ও এক স্ত্রী সহ অনেক গুনগ্রহী রেখে গেছেন। তিন দশকের অধীককাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান।