বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শুক্রবার রাতে সংসদ সদস্যের বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের আহŸান জানান। সাংবাদিক এবং সংবাদপত্র বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে, যাতে দেশ ও জাতির কল্যাণ হবে। এ সময় তিনি বলেন, পেশাজীবী সংগঠনের সদস্যরাই সেই সংগঠন পরিচালনা করবে। এখানে অন্য কারোরই হস্তক্ষেপ করার সুযোগ নেই।"
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, স্বাধীনতা সাংবাদিক ফোরাম খুলনা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও আহমদ আলী খান, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোলা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, ক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, এ এইচ এম শামিমুজ্জামান ও শেখ মোঃ সেলিম, নির্বাহী সদস্য বিমল সাহা, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সেক্রেটারি মোঃ হুমায়ুন কবীর, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, কোষাধ্যক্ষ দীলিপ কুমার বর্মন, ক্লাব সদস্য বাপ্পী খান, এস এম ফরিদ রানা, নূর ইসলাম রকি, কলিন হোসেন আরজু, সাংবাদিক শামীম আশরাফ শেলী, সময় টেলিভিশনের সাংবাদিক আব্দুলাহ আল মামুন রুবেল, বেলাল হোসেন সজল ও তানজিম আহমেদ, বাংলা ভিশনের আতিয়ার পারভেজ, দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার আল মাহমুদ প্রিন্স, দৈনিক যায় যায় দিনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার তরফদার, এখন টেলিভিশনের রিপোর্টার রামিম চৌধুরী, ফটো সাংবাদিক মোঃ হেলাল মোলা ও সোহেল রানাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
sm.kb