সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
Notice :

একটি সুষ্ঠু ভোটের উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন

এবিএস রতন নওগাঁ / ১০৮ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

একটি সুষ্ঠু ভোট জাতিকে উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ)।

সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষ্যে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, বিগত সময়ে নির্বাচন নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় সাধারণ ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনীহা তৈরি হয়েছে। 

বর্তমান নির্বাচন কমিশন ভোটার তালিকায় স্বচ্ছতা নিয়ে আসার জন্য হালনাগাদ ও নতুন ভোটারদের তালিকায় সংযুক্তির কাজ শুরু করেছে। 

তিনি আরও বলেন, এবারের ভোট অন্যান্য ভোটের থেকে আরও গ্রহনযোগ্য করার জন্য নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। ভোটার তালিকায় কোন অস্বচ্ছতা যেন তৈরি না হয় সেজন্য ভোটার তালিকা হালনাগাদ ও নতুন ভোটারের কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের উদ্দেশ্য তিনি দিকনির্দেশনা প্রদান করেন। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান । এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারের একান্ত সচিব জাকির হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুল মোত্তালিব, সহকারী পুলিশ সুপার মান্দা-নিয়ামতপুর সার্কেল মোঃ জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, নিয়ামতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশাররফসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের সূধীজন, গণমাধ্যম ব্যক্তিত্ব প্রমূখ। 

উল্লেখ্য, ভোটার তালিকার হালনাগাদ ও নতুন ভোটারের অন্তর্ভুক্তির কাজ জানুয়ারির ২০ তারিখ থেকে শুরু হয়ে চলবে ফেব্রুয়ারীর ৩ তারিখ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর