জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আমার বিশ্বাস এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। কারণ সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন হয়েছে।’
সোমবার (৮ জানুয়ারি) ভোটের পর ফল নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া ভুল কি শুদ্ধ এখনই এটি মূল্যায়ন করা যাবে না। সামনের দিনগুলো দেখতে হবে তারপরই আমরা সঠিকভাবে বুঝতে পারব। সার্বিকভাবে বাংলাদেশের নির্বাচন ভালো হয়নি। যেমন আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। সরকার যেখানে নিরপেক্ষ চেয়েছে সেখানে নিরপেক্ষ হয়েছে, সরকার যেখানে যাকে জিতাতে চেয়েছেন সেটিই করেছেন।
তিনি আরও বলেন, ‘লোকে ভোট দেওয়ার সুযোগ পায়নি। যারা ভোট দিতে এসেছে তাদেরকে অনেক সময় বাধাগ্রস্থ করা হয়েছে। পরবর্তীকালে যেসব জায়গায় ভোট হয়নি, ১০ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে, বাকি জায়গায় ব্যালটে ছিল মেরে নেওয়া হয়েছে। এটা আমাদের কাছে পরিষ্কার।’
এখন পর্যন্ত সংসদে যাব কি না এমন কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।