রাজশাহীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে
বুধবার মহানগরীর অভিজাত হোটেলগুলোতে বিশেষ আয়োজন করা হয়েছে।
চার্চগুলোতে বিশেষ প্রার্থনা করা হয়েছে। এছাড়া সিটি চার্চসহ মহানগরীর
অন্যান্য উপাসনালয়ে যিশু খ্রিস্টকে স্মরণ করে প্রার্থনা করা হয়। এদিকে, বড়দিনকে
ঘিরে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোও উৎসবমুখর হয়ে উঠে। আগের দিন
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বড়দিনের উৎসবে মেতে উঠেন।
রাতে অনুষ্ঠিত হয়েছে প্রার্থনা। খ্রিস্টান ধর্মাবলাম্বীদের বাড়ি বাড়ি গিয়ে
কীর্তন গেয়ে বড়দিনের আগমনী বার্তাও পৌঁছে দিয়েছেন তারা। এরপর সকালে
অনুষ্ঠিত হয়েছে বড়দিনের প্রার্থনা। উৎসবে রাজশাহী মহানগরীর
ডিঙ্গাডোবায় উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় রাজশাহীস্থ ভারতীয় সরকারি
হাইকমিশনার মনোজ কুমার, রাজশাহী বিভাগীয় ধর্মপ্রদেশের প্রধান বিশপ
জের্ভাস রোজারিওসহ মহানগর ও জেলার বিভিন্ন গির্জার প্রধানগণ উপস্থিত
ছিলেন। এবং বিশেষ উপাসনা শেষে দুপুরে অনুষ্ঠিত হয় প্রীতিভোজ। দিনটি
উদযাপনের লক্ষ্যে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার্চগুলোতে বিশেষ
নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। অপরদিকে, বড়দিন উপলক্ষ্যে রাজশাহী
মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের
(আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। বুধবার সকালে তিনি
মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন কালে ধর্মযাজকবৃন্দের সাথে শুভেচ্ছা
বিনিময় করেন এবং তাঁদের প্রতি আরএমপির পক্ষ থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত
যেকোনো সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এরপর তিনি বড়দিন উপলক্ষে
সকলকে সঙ্গে নিয়ে কেক কাটেন।#
নাজিম হাসান
রাজশাহী।তারিখ: ২৫-১২-২০২৪ ইং।